চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারের রাশিয়া বিশ্বকাপে নেই। যে ইতালিকে ধরা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটি দল। যাদের জমাট রক্ষণ আর সৃষ্টিশীল মিডফিল্ড প্রতি বিশ্বকাপেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সেই ইতালিই এবার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সুইডেনের কাছে প্লে-অফে ১-০ গোলে হেরে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। রাশিয়া বিশ্বকাপে ইতালির না থাকাটা খুবই দুঃখজনক, এ কথাই মনে করছেন ফিফার প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো। এক সাক্ষাৎকারে তিনি জানান, এটা একজন ইতালিয়ান হিসেবে বেদনাদায়ক কিন্তু একজন ফুটবলপ্রেমী হিসেবেও যখন চিন্তা করি ইতালির মতো দল বিশ্বকাপে থাকবে না এটা কষ্ট দেয়। ইতালিয়ান ফুটবলের সবচেয়ে ওপরে থাকার কথা। রোমা, জুভেন্টাস, নাপোলি দেখিয়েছে তারা ভালো আন্তর্জাতিক ফলাফলও আনতে পারে। সম্ভবত ইতালির খেলোয়াড়দের আরও বেশি ব্যবহার করা উচিত কিন্তু সেখানে খেলার যে মান রয়েছে তা প্রশংসনীয়।’
Be the first to comment