ইতালিকে রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না, সুইডেন মূলপর্বে

Spread the love

৬০ বছর পর ইতালিকে এই প্রথম বার বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে না। সোমবার চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ান ইতালির সাথে সুইডেন 0-0 ড্র করে। ঘরের মাঠে সকলে ভেবেছিলো ইতালি সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। কিন্তু খেলা গোলশূন্যয় শেষ হয়। প্লে অফের প্রথম ম্যাচে ইতালিকে হারানোর সুবাদে সুইডেন রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ৬০ বছর পর সুইডেনের কাছে হেরেই ইতালি বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হলো। আগের ম্যাচে সুইডেনের স্টকহোমে ইতালি ১-০ গোলে হেরেছিলো সুইডেনের কাছে। এই নিয়ে ইতালি ৩ বার বিশ্বকাপের মূল পর্বে যেতে পারলো না। প্রথম ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের সময়। ১৯৫৮ সালে দ্বিতীয় বার সুইডেন বিশ্বকাপে ইতালিকে মুল পর্বে দেখা যায়নি।
ইতালির গোলিকিপার তথা ক্যাপ্টেন বুফোন কার্যত হতাশ। ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় ২০০৬ বিশ্বকাপে ইতালির চ্যাম্পিয়ান টিমের সদস্য ছিলেন। সোমবার তিনি তার জীবনের শেষ ম্যাচ খেলে নিলেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন।
অন্যদিকে ২০০৬ সালের পর সুইডেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*