কবিতা – ইতি ভ্যালেন্টাইন

Spread the love

গৌতম চট্টোপাধ্যায়ঃ

আজ সযত্নে লিখে রেখো খাম,

ঠিক তোমার চেনা হস্তাক্ষরে,

সুচারু দীর্ঘ কলমের ডগায়,

ফুল ফুটুক তবে অশ্বথ্যমার হাতে।

এ আসক্তি যে বড়,

যা অচেতন করে তোলে বিচারের ঢাল,

মায়ারূপি রঙিন ছবি তটে,

ঢেউ মুছে দেয় খোদাই বালুকাবেলা।

কাল যখন আমার ঘুম ভাঙাবে,

ঠিক যেমন প্রত্যেকদিন করো,

ফোনের ওপাশে তোমার নিস্তব্ধতা,

চুম্বক প্রেমে শুষে নেব ঠোঁটে।

এ দেহ যে আমার নয়,

মনের অছিলায় কোন রূপক বন্ধন,

এক কালের অনন্ত আলাপ আলোচনা,

খোরাক জাগায় অতীব হাস্যরসের।

রাগ নেই রাগ নেই,

মুছে গেছে তুলনার সব স্মৃতি,

মজেছি শুধু কবিতার নাম যশে,

তুমি হাত সপেছো অন্য কারুর ডালায়।

ডুব সাঁতারে সময় বইছে অনেক,

যদি কখনো ভেসে ওঠো শেষ খাঁদে,

চোখে চোখ রেখে কেঁদো নাগো তুমি,

হাসি মুখে মালা দিয়ো সমাধিতে।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*