আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প কন্যা ইভাঙ্কা। স্বামী জারেড কুশনারের সঙ্গে এই বিষয়ে পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। ভবিষ্যতে তিনি সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক মাইকেল উলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইতে এমনটিই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্প প্রেসিডেন্টের উপদেষ্টা হয়েছেন শতর্সাপেক্ষে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়ে-জামাইয়ের সঙ্গে চুক্তি করেছেন— ভবিষ্যতে সুযোগ এলে ইভাঙ্কাকেই প্রেসিডেন্ট দৌড়ে এগিয়ে দেওয়া হবে। বইটিতে উঠে এসেছে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সব খবর। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়ের বিভিন্ন গোপন তথ্য ফাঁস হয়েছে এই বইটিতে। এই বইটিতে ট্রাম্প পরিবারের তথ্যও প্রকাশ করা হয়েছে। সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের প্রাক্তন প্রধান মন্ত্রণাদাতা স্টিভ ব্যাননকে। যাকে ট্রাম্প তার চাকরি থেকে বরখাস্ত করেছেন। উলফের বইয়ের সার-সংক্ষেপ প্রকাশের পরই ব্যাননের ওপর চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০০টিরও বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে এই বই লিখেছেন মাইকেল উলফ। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, বইটি মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যে পরিপূর্ণ।
ফাইল ছবি
Be the first to comment