দেশভাগের পরেও এত হিংসার ঘটনা ঘটেনিঃ জে পি নাড্ডা

Spread the love

বাংলার নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে দেশভাগের পরের অশান্ত অবস্থার সঙ্গে তুলনা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার দু’দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। রবিবার ফল ঘোষণার পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি কম করে ১৪। বিজেপির অভিযোগ, বেনজির ভোট পরবর্তী হিংসা হচ্ছে বাংলায়।

মঙ্গলবার দুপুরে কলকাতা পৌঁছে প্রথমেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি। নিহত হারান অধিকারীর স্ত্রী স্বর্ণলতা অধিকারী সঙ্গে কথা বলেন। মৃতের নাবালক ছেলেকে পাশে থাকার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মমতা নির্বাচন জেতার পর যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তার গণতন্ত্রের উপর কতটা ভরসা আছে। নিরীহ লোকেদের উপর অত্যাচার চালানো হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে বিজেপি এই ঘটনার প্রতিবাদ জানাবে। অন্যায়ের বিরুদ্ধে বিজেপি শেষ পর্যন্ত লড়াই করবে। মহিলাদের উপরেও অত্যাচার করা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও। আমরা ভয় পায় না। যারা ভয় দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে না। ‘ রাজ্যে ন্যায় ফিরিয়ে আনবে বিজেপি বলে দাবি নাড্ডার।

নবনির্বাচিত তৃণমূল সরকারের উপর ক্ষোভ উগরে নাড্ডা বলেন,‘স্বাধীন ভারতে কখনও এ ঘটনা কেউ দেখেনি। বিধানসভা নির্বাচনের পর যে ঘটনার সাক্ষী হল পশ্চিমবঙ্গ তাতে আমরা হতবাক। এমন উদ্বেগজনক পরিবেশের ঘটনা দেশভাগের সময় শোনা গিয়েছিল।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*