৬ ফেব্রুয়ারি মালদায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর সেদিন জেলার আড়াই হাজার কৃষকের সঙ্গে পাত পেড়ে খিচুড়ি খাবেন তিনি। অংশ নেবেন মহা র্যালিতেও। ১০ ফেব্রুয়ারি মালদায় সভা করতে আসছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা ব্লকের সাহাপুরে আম বাগান সংলগ্ন জমিতে কৃষকদের সঙ্গে মিলিত হবেন জেপি নাড্ডা। তার জন্য ২৫০ বাই ২৫০ ফুটের সেই জায়গা কাপড়, ত্রিপল দিয়ে ঘেরা হচ্ছে। মূল মঞ্চ ছাড়াও থাকছে ২০টি স্টল। সেখানে কৃষি সরঞ্জাম ও উৎপাদিত ফসলের প্রদর্শনী হবে। বক্তব্য পেশের পর সেই মাঠেই মাটিতে বসে খিচুড়ি, পাঁচমেশালি তরকারি ও চাটনি সহযোগে পংক্তি ভোজনের ব্যবস্থা। এই সভা ও ভোজনের জন্য আমন্ত্রিত হয়েছেন ধান, গম, ভুট্টা, সব্জি এবং মালদার বিখ্যাত আম, লিচু, রেশম উৎপাদনের সঙ্গে যুক্ত ২৫০০ চাষি।
Be the first to comment