নিজেদের অবস্থানেই অনড় রইলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাজভবনের বিবৃতির পর সেই কথাই আরও একবার স্পষ্ট করে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যাদবপুর ইস্যুতে তৃণমূলের অবস্থান বদল হয়নি। উপাচার্য, অধ্যাপক ও পড়ুয়াদের রাজ্যপাল সুবিচার পাইয়ে দেবেন বলে প্রত্যাশা করি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আটক বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ভালোভাবে নেয়নি তৃণমূল। তৃণমূলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, রাজ্যপালকে ক্যাম্পাসে না যাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে একটু সময় দিতে আর্জি জানান। কিন্তু, রাজ্যপাল কোনও কথা না শুনে বাবুল সুপ্রিয়কে সাহায্য করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান।
এদিকে তৃণমূলের বিবৃতির পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে রাজভবন থেকে বিবৃতি জারি করে জানানো হয়, তিনি যেমন একদিকে রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান, তেমনই বিশ্ববিদ্যালয়ের আচার্যও। আর আচার্য হওয়ার সুবাদে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক। অভিভাবক হিসেবেই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন আচার্য জগদীপ ধনকড়।
তবে তৃণমূল কংগ্রেস যে নিজেদের অবস্থানেই অনড় তা শুক্রবার আবারও পরিষ্কার হয়ে গেলো। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি। রাজ্যপালের সাংবিধানিক পদকে আমরা সম্মান করে এসেছি। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, পড়ুয়াদের সুবিচারের ব্যবস্থা করা উচিত রাজ্যপালের। শিক্ষক ও ছাত্রদের পাশে রয়েছি আমরা। পাশাপাশি দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমস্যার সমাধানে প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে। ছাত্রদের যারা মেরেছে ও ভাঙচুর করেছে, তাদের শাস্তি হবেই। উপাচার্যের দ্রুত সুস্থতা কামনা করি। যাদবপুর একটি স্বশাসিত বিশ্ববিদ্যালয়। উপাচার্যের অনুমতি ছাড়া পুলিস ক্যাম্পাসে ঢুকতে পারে না।
তৃণমূলের বিবৃতিঃ
On behalf of AITC, what we said yesterday regarding Jadavpur University episode, we stand by it.
We always respect the post of Governor because it is a Constitutional post.
Our expectation is that Governor must give justice to Vice Chancellor, Professors, students. We are always with the teachers and the student communities.
Administration played a very peaceful role to resolve the problem amicably.
We must punish the culprits who assaulted the students including the girl students of Jadavpur University and ransacked the campus.
We express our total solidarity with the Vice Chancellor, Professors and students of Jadavpur University.
We wish speedy recovery of VC and Pro VC.
One thing must be made very clear: universities are autonomous institutions and as per time-honoured tradition, police cannot enter university campus without permission of VC.
- Partha Chatterjee
Secretary General, Trinamool Congress
Be the first to comment