বনধে কেন খোলা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন? এই প্রশ্ন তুলে তালা ঝোলাল এসএফআই। ভিতরে উপাচার্য, সহ-উপাচার্য ও কর্মী-পড়ুয়ারা। ফলে আটকে পড়েন তাঁরা। পরে করাত দিয়ে তালা কাটেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা।
নবান্ন অভিযানে পুলিসের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বনধ ডেকেছে বাম ছাত্র ও যুবরা। তবে বনধ উপেক্ষা করে এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক অফিস অরবিন্দ ভবনে স্বাভাবিক কাজকর্ম চলছিল। এদিকে, সকাল থেকে বনধের সমর্থনে মাইকিং চালাচ্ছিলেন এসএফআই সদস্যরা। অরবিন্দ ভবনের কাজকর্ম সচল দেখে তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেন তাঁরাই। এরই সঙ্গে এসএফআই কর্মীরা হুঁশিয়ারি দেন,’বনধ উপেক্ষা করে এসেছেন সন্ধে ৬টা পর্যন্ত ভিতরে থাকুন।’
Be the first to comment