যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির সভা ঘিরে উত্তেজনা। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বাধলো বাম ও SFI কর্মী-সমর্থকদের ৷ পরে বাম ও SFI কর্মী-সমর্থকরা যাদবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ৷
CAA-এর সমর্থনে সোমবার সন্ধেয় ৮বি বাসস্ট্যান্ডে সভা করছিলো বিজেপি ৷ সভা চলাকালীন যাদবপুরের এক অধ্যাপিকাকে কটূক্তি করার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ৷ ওই অধ্যাপিকা সেখান দিয়ে যাচ্ছিলেন ৷ বিষয়টি দেখতে পেয়ে দুই পড়ুয়া এগিয়ে যান ৷ অভিযোগ, তাঁদের মারধর করা হয় ৷ এরপর বাম ও SFI কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হয় ৷ দু’পক্ষের বাদানুবাদ এবং ধস্তাধস্তি বাধে ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷
ওই ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে যাদবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম ও SFI কর্মী-সমর্থকরা ৷ পতাকা নিয়ে রাস্তায় চলে বিক্ষোভ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ উল্টে তাদের অভিযোগ, ওই অধ্যাপিকা সভায় ঢুকে গন্ডগোলের চেষ্টা করছিলেন ৷ বিজেপির আরও অভিযোগ, যখন সভায় সাংসদ শান্তনু ঠাকুর বক্তব্য রাখছিলেন, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পালটা স্লোগান দেয়। এরপর উত্তেজনা ছড়ায়।
বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি মোহন রাও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সভা করছিলাম। সেই সভার উপর আক্রমণ চালায় যাদবপুরের বামপন্থী ছাত্র সংগঠন।
Be the first to comment