মঙ্গলবার আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা ৷ উপাচার্যকে ঘিরে পড়ুয়ারা বিক্ষোভও দেখায় ৷
পড়ুয়াদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তড়িঘড়ি বৈঠকে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু তা স্বত্ত্বেও সমাধান মেলেনি ৷ বৈঠক শেষ হতেই ফের ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য, সহ-উপাচার্য। অন্যদিকে, শারীরিক নিগ্রহের কারনে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস। অসুস্থ উপাচার্যকে এএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
এদিকে ঘটনার তীব্র নিন্দা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কোনও না কোনও ইস্যুতে বারবার আন্দোলন শুরু করে যাদবপুর, এর মোকাবিলা করতে হবে ৷ যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ৷ উপাচার্যকে ধাক্কা মারার ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment