হুগলি কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ ফের ক্যাম্পাসের মধ্যেই নিগৃহীত হলেন অধ্যাপক ৷ জানা গিয়েছে, শুক্রবার বাংলা বিভাগের এক অধ্যাপককে চুলের মুঠি ধরে মারধর করে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র ৷ পুলিশের হাতে তুলে দিয়ে ওই ছাত্রের বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন আক্রান্ত অধ্যাপককে প্রাথমিক চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, আজ দুপুর দুটো নাগাদ বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল কাফি বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে চা খাচ্ছিলেন। সেইসময় তাঁর উপর চড়াও হয় লাল টি-শার্ট পরিহিত একটি ছেলে। অধ্যাপকের চুলের মুঠি ধরে মারধর করে ৷ স্থানীয়রা ও পড়ুয়ারা আব্দুলবাবুকে উদ্ধার করেন ৷ হামলাকারীকে আটক করে কর্তৃপক্ষের কাছে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভিযুক্তর নাম রাজেশ সাঁতরা ৷ সে ২০১৫ সালে যাদবপুর থেকে পাশ করে । আরামবাগের বাসিন্দা রাজেশ। তার বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে, কেন প্রথমে বাংলা বিভাগে গিয়ে হুমকি দেওয়া ও পরে বাংলা বিভাগের অধ্যাপককে আক্রমণ করা হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি আক্রান্ত অধ্যাপকও । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর আক্রান্ত অধ্যাপক বলেন, বলার কিছু নেই। আমাদের পুরোনো ছাত্র।
অভিযুক্ত রাজেশ সাঁতরাকে আটক করেছে পুলিশ।
Be the first to comment