বাবুল সুপ্রিয়কে আটকে রাখা ও হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখাল ABVP ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা ৷ অবরোধ করা হয় রাস্তাও ৷ পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয় ৷
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে আসানসোলেও অবরোধ করে বিজেপি। আসানসোল সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখায় তারা। যুব মোর্চা নেতা অরিজিৎ রায় এবং আসানসোল মণ্ডলের নেতা প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে এই অবরোধ হয়। মিছিল করে এসে হটন রোড মোড়ে অবরোধ করা হয়। খবর পেয়ে সেখানে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অবরোধকারীদের সরাতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। ঘটনার জেরে আসানসোল বাজার অঞ্চলে ব্যাপক যানজট তৈরি হয় ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার যাদবপুরের কে পি বসু মেমোরিয়াল হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ABVP ৷ আমন্ত্রণ পেয়ে বিশ্ববিদ্যালয়ে যান বাবুল সুপ্রিয় ৷ এরপরই SFI ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকরা পৌঁছালে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় ৷ বিক্ষোভের মাঝেই মেমোরিয়াল হলের অনুষ্ঠানে দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ কোনওরকমে বাবুল ABVP আয়োজিত অনুষ্ঠানে পৌঁছন। পরে অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আসার সময় বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনের সদস্যরা ৷
Be the first to comment