যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও ব়্যাগিংয়ের অভিযোগ! হুমকি ছাত্রের মাকেও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও ব়্যাগিংয়ের অভিযোগ। ফিল্ম স্টাডিজের স্নাতকোত্তর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রকে ব়্যাগিংয়ের পাশাপাশি তাঁর মাকে ধর্ষণ করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র। তাঁর সঙ্গে কী কী করা হয়েছে তা বিস্তারিত ভাবে ইমেলে জানিয়েছেন দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি জানিয়েছেন যে, মেইন হস্টেলে থাকেন তিনি। সেখানেই চলতি মাসের ১৮ তারিখ তাঁকে বিভিন্ন কথা বলে বিরক্ত করা হয়েছে।

বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘটে যাওয়া সেই আন্দোলনের রেশ এখনও কাটেনি ক্যাম্পাস চত্বরে। এরই মধ্যে আরও একবার ফিরে এল ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনার স্মৃতি। ব়্যাগিংয়ের অভিযোগে মৃত্যু হয়েছিল ওই ছাত্রের। সেই সময় ক্যাম্পাস চত্বরে হয়েছিল তীব্র ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে শামিল হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া। তাঁদের মধ্যেই অন্যতম ফিল্ম স্টাডিজের স্নাতকোত্তর বিভাগের দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া। সেই সময়ে প্রতিবাদ করার জেরে এবার তাঁকেই ব়্যাগিংয়ের শিকার করা হয়েছে বলে অভিযোগ পত্রে লিখেছেন ওই ছাত্র।
তাঁর অভিযোগ, গত ১৮ তারিখ তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ভিতরেই নানা অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। পূর্বে ব়্যাগিংয়ের বিরুদ্ধে পোস্টের জন্য পুনরায় সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে জোর করে পোস্ট করানো হয়েছে ওই ছাত্রকে। তাঁর মাকে নিয়েও নানা আপত্তিকর কথা বলা হয়েছে। এমনকি ওই ছাত্রের মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও ইমেলে লিখেছেন ওই ছাত্র।
তাঁর এই অভিযোগগুলি ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক স্তরের দুই ছাত্রের বিরুদ্ধে। যদিও এই অপরাধে তাঁদের সঙ্গে পরবর্তী সময়ে বহু অন্যান্য ছাত্রও যোগ দিয়েছেন বলে অভিযোগ পত্রে জানিয়েছেন অভিযোগকারী ছাত্র। প্রায় চার ঘণ্টা তাঁকে ঘরে আটকে রেখে দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন। কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ইমেল করেছেন তিনি। অভিযোগ পেয়ে এই বিষয়ে পদক্ষেপ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত সংবাদমাধ্যমকে জানান, “আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছি। এই ধরনের ঘটনা বরদাস্ত করা চলবে না। জিজ্ঞাসাবাদ করা হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*