এবিভিপি-এসএফআই সংঘর্ষে যাদবপুরে নতুন করে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেক্স: সোমবার সন্ধ্যায় যাদবপুরে নতুন করে উত্তেজনা। ৪ নম্বর গেট ভেঙে ভিতরে প্রবশের চেষ্টা এভিবিপির। তখনই ছিড়লো এসএফআইয়ের ফ্ল্যাগ, ফেস্টুন। আর তাতেই সৃষ্টি হলো উত্তেজনা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ফের রণক্ষেত্র। তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ল এভিবিপির মিছিল। গেট থেকে খুলে ফেলে দেওয়া হল এসএফআইয়ের পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা। মুখোমুখি এসএফআই- এবিভিপি হতেই শুরু হয় সংঘর্ষ। এসএফআইয়ের সঙ্গে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন এবিভিপি কর্মীর মাথা ফেটে যায়। চলে যথেচ্ছ ইট পাটকেল। পড়ালেখা শিকেয় তুলে দিয়ে ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়। এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে পাঁচ জন এবিভিপি কর্মীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে এবিভিপি’র রাজ্য কার্য সমিতির সদস্যা শিল্পা মন্ডল রয়েছেন।
সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এবিভিপি সমর্থকদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরএসএফ ও এসএফআই সমর্থকদের মধ্যে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে এবিভিপি’র পাঁচজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
পরে এআইডিএসও’র পক্ষে থেকে এবিভিপি’র সমর্থকরা আক্রমণ করেছে এই অভিযোগ তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানো হয়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক পুলিশের উচ্চপদস্থ আইপিএস অফিসাররা ঘটনাস্থলে যান। যাদবপুর থানা থেকে যাদবপুর স্ট্যান্ড পর্যন্ত স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*