
রোজদিন ডেস্ক, কলকাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে ভর্তি করা হল হাসপাতালে। ইএম বাইপাসের কাছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার থেকে তাঁর প্রেসার অত্যন্ত হাই। পাশাপাশি তার উপাচার্যের মাথা ঘোরা থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে। বুধবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর উচ্চ রক্তচাপ রয়েছে। তিনি কিছুদিন অবজারভেশনে থাকবেন। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা যাচ্ছে।
এদিন সন্ধ্যায় হাসপাতালে ভাস্কর গুপ্তকে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘উপাচার্য ভালো নেই। ১ তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, অপমান করা হয়েছে। তারপর একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যেভাবে হেনস্তা করছে, তা অকল্পনীয়। এমনিই ওঁর একটা স্ট্রোক হয়ে গিয়েছে, কোনোরকম স্ট্রেস ওঁর নেওয়া যাবে না। মাননীয় উপাচার্যের শরীরের দিকে তাকিয়ে যেন মানবিক ব্যবহার করা হয়।’’ এদিন তিনি আরও বলেন, ‘‘আইসিইউ-এর বেড থেকে উঠে যদি তাঁকে মিটিং করতে হয়, এটা যদি তাদের দাবির মূল চেহারা হয়, তাহলে আপনার ভেবে দেখুন কী পরিমাণে অসহিষ্ণুতা, অমানবিকতা, নৈরাজ্যের জন্ম, এটা একেবারে দুর্গের মতো মুক্তাঞ্চল হয়ে আছে।’’
উল্লেখ্য, গত শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। তারপর আহত পড়ুয়াদের দেখতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্তা করার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তারপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। এরপর, সোমবার তাঁর বাড়িতে গিয়েছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তাঁর শারীরিক পরীক্ষার পর দশদিনের জন্য তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক।
Be the first to comment