খাস কলকাতায় পোলিং এজেন্টের চোখে লংকার গুঁড়ো; আক্রান্ত প্রার্থী, লুঠ ভোটার কার্ড

Spread the love

যাদবপুর বিধানসভা কেন্দ্রের রায়পুর ক্লাবের পাশের প্রাথমিক স্কুলের ৩০৭ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।

আক্রান্ত এজেন্টের নাম দীপ্তি লাহিড়ী। অভিযোগ যিনি লংকার গুঁড়ো ছিটিয়ে দেন সিপিএমের পোলিং এজেন্টের চোখে তাঁর নাম সুভদ্র কুমার। বুথের বাইরে তান্ডব চলে সৌরভ ঘোষের নেতৃত্বে। তিনিও তৃণমূল নেতা বলে সিপিএম-এর তরফে এই অভিযোগ করা হয়েছে।

খাস কলকাতায় কোনও রাজনৈতিক দলের এজেন্টের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হবে এটা ভাবনাতীত। কলকাতায় শুধু যাদবপুরের রায়পুরের ঘটনায় নয়। কসবা বিধানসভার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে শুক্রবার রাতে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে তাদের ভোটার কার্ড জোর করে ছিনিয়ে নেয়। সকাল থেকে কসবায় দফায় দফায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিজেপি-র তরফে এই অভিযোগ করা হয়েছে।

এমনকি কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খানের ওপর তৃণমূলীরা হামলা করেছে বলেও বিজেপি প্রার্থী নিজেই অভিযোগ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*