ভারতীয় মুদ্রায় নয়, পাউন্ডে এবার দেখা যেতে পারে বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর মুখ ৷ ২০২০-তে ইংল্যান্ডের বাজারে আসতে চলেছে নতুন ৫০ পাউন্ডের নোট ৷ নোটে ছাপানো হবে কোন বিজ্ঞানীর মুখ? এমনই সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ৷ তাদের তরফেই উঠে আসে ১০০ জনের নাম ৷ আর প্রাথমিক এই নামগুলির মধ্যেই রয়েছে বাঙালি এই বিজ্ঞানীর নাম ৷ জগদীশ বসুর নামের সঙ্গে যে সব বিজ্ঞানীর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন স্টিফেন হকিংস ৷ আপাতত নাম নির্বাচনের প্রাথমিক পর্ব শেষ হয়েছে ৷ যাদের নাম উঠেছে, সমাজে তাঁদের অবদান কী সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আপাতত পাউন্ডে কাকে দেখা যাবে, এই লড়াইয়ে অন্যান্যদের থেকে এগিয়ে রয়েছেন জগদীশ চন্দ্র বসু ও স্টিফেন হকিংস ৷ যদিও মার্গারেট থ্যাচারের নামের পক্ষেও অনেকে মত দিচ্ছেন ৷ এছাড়াও নাম রয়েছে পেনিসিলিনের আবিষ্কর্তা আলেক্সজান্ডার ফ্লেমিং,ফোনের আবিষ্কর্তা আলেক্সজান্ডার গ্রাহাম বেলেরও ৷ মনোনয়নের শেষ তারিখ ১৪ই ডিসেম্বের ৷
Be the first to comment