প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক-অভিনেতা জগন্নাথ গুহ

Spread the love

প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক, অভিনেতা তথা বাচিক শিল্পী জগন্নাথ গুহ। মঙ্গলবার আর্টিস্ট ফোরামের তরফে ফেসবুকে এই খবর খবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ গুহ। মৃত্যুকালে বয়স ৭০ পেরিয়েছিল। বেশ কিছুদিন ধরেই অসুস্থ  ছিলেন কিডনির সমস্যায়, তার মধ্যেই আক্রান্ত হন করোনায়। কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও করোনা পরবর্তী সমস্যার জন্য দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। সেখানেই মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI)-এর প্রাক্তন ডিন এবং শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন জগন্নাথ গুহ। তাঁর অন্যতম স্মরনীয় কাজের মধ্যে রয়েছে ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’। অভিনয় করেছিলেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো একাধিক সিনেমায়।

দীর্ঘদিন গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তর সহকারী হিসেবে কাজ করেছিলেন। ১৯৮৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে জগন্নাথ গুহ পরিচালিত ছবি ‘মিত্রানিকেতন ভেলানাদ’-সেরা শিক্ষামূলক ছবির পুরস্কার জিতে নিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*