
রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের জন্য সোনার ঝাড়ু উপহার স্বরূপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, বুধবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই কথা জানান। এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান, কবে থেকে দিঘার মন্দিরের দান-ধ্যান প্রক্রিয়ার কাজ শুরু হবে। তিনি বলেন, ‘দান-ধ্যানের প্রক্রিয়া শুরু হলেই আমাকে জানাবেন, সবার প্রথম আমি দান করব জগন্নাথ দেবের জন্য। সোনার ঝাড়ু। এজন্য পাঁচ লাখ এক টাকার চেকও রেডি রাখা আছে।’
প্রতিবছর পুরীর জগন্নাথদেবের রথযাত্রার সময় সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথদেবের যাওয়ার রাস্তা ঝাঁট দেওয়া হয়। এটাই রীতি। পুরীতে এই কাজের জন্য সোনার ঝাড়ু রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পুরীর আদলে দিঘার মন্দিরেও এরকম একটি সোনার ঝাড়ু রাখা হবে। সোনার ওই ঝাড়ুর জন্য তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ এক টাকার চেকও রেডি করে রেখেছেন।
Be the first to comment