
রোজদিন ডেস্ক, কলকাতা:- দীঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে দাবি করেছেন, সরকারি অর্থে কোনোদিন মন্দির হতে পারে না, এটা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হচ্ছে।
এদিন নন্দীগ্রামে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, “হিডকোতে টেন্ডারে লেখা আছে, জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র। আর আপনি বলে যাচ্ছেন, জগন্নাথ মন্দির। আপনার যদি ক্ষমতা থাকে, পুরীর জগন্নাথ মন্দিরের গেটে চারটি ভাষায় লেখা আছে, “হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না।”এটা আপনি দীঘাতে লিখতে পারবেন তো? পারবেন ক্ষমতা আছে?”
Be the first to comment