যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে পৌঁছলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে। তার আগে শুক্রবার এই বৈঠকে সমাবর্তন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে কাদের সাম্মানিক D.Litt ও D.Sc দেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বৈঠকে যাওয়া নিয়ে রাজ্যপাল বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান ক্রমাগত উন্নত হওয়া উচিত এবং তাকে অবশ্যই নিজের প্রাতিষ্ঠানিক মর্যাদা ধরে রাখতে হবে।
আজ সকাল থেকেই কড়া নিরাপত্তা রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান উপাচার্য সুরঞ্জন দাস ও সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ, চিরঞ্জিত ভট্টাচার্য এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় হেনস্থাকাণ্ডের পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন আচার্য ধনকড়। গত মাসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ‘উদ্ধার’ করার ঘটনাকে ঘিরে মমতা সরকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে রাজ্যপালের অংশ নিতে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে কোর্ট মিটিংয়ে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যরা, বিভিন্ন বিভাগীয় প্রধান, এবং রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিরা।
Be the first to comment