১৯৭৫ সালে আজকের দিনেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বৃহস্পতিবার জরুরি অবস্থার বর্ষপূর্তিতে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এনিয়ে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি লেখেন, রাজ্যে অঘোষিত ইমার্জেন্সি চলছে কি না তা দেখা উচিত।
টুইটারে তিনি লেখেন, “জরুরি অবস্থা গণতন্ত্র ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। স্বাধীন ও নিরপেক্ষ ভোট ছাড়া গণতন্ত্র মাথা তুলতে পারে না। জরুরি অবস্থার কালো অধ্যায় আমাদের তিনটি জিনিস শিখিয়েছে। গণতন্ত্রের গুরুত্ব, মানবিক অধিকারের মূল্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রয়োজনীয়তা। পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে কি না তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেখা উচিত ৷”
জরুরি অবস্থা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় ৷ পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাকে পরোক্ষে সেই সময়কার সঙ্গে তুলনা করেছেন রাজ্যপাল ৷
Be the first to comment