আপাতত পাহাড়েই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে সামলাচ্ছেন দায়িত্ব। মূলত উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একে একে সারছেন বৈঠক। ইতিমধ্যেই দার্জিলিংয়ের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এবার পালা উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৃহস্পতিবার নিজেই টুইট করে বৈঠকের কথা জানান তিনি।
টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ কৃষি, রায়গঞ্জ, কোচবিহার পঞ্চানন বর্মা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য এবং রেজিস্ট্রারদের সঙ্গে দেখা করবেন। আগামী ৯ নভেম্বর দার্জিলিংয়ের রাজভবনে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও উল্লেখ করেন। উপাচার্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে আসার কথাও লেখেন। ৮ নভেম্বরের মধ্যে বৈঠকে উপস্থিতির কথাও জানাতে হবে বলেও আরেকটি টুইটে উল্লেখ করেন তিনি।
Be the first to comment