মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তাঁকে সেভাবে কিছু জানানো হচ্ছে না, তাই ক্ষোভ প্রকাশ করেছেন জগদীপ ধনকড়। ১২ ডিসেম্বরের মধ্যে দেখা করতে বলেছেন রাজ্যপাল ৷ অতীতেও তাঁদের ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।
রাজ্যপাল তার ট্যুইটে লিখেছেন, রাজ্যের বিভিন্ন ঘটনা, পরিস্থিতি সম্পর্কে আমাকে নিয়মিত আপডেট করায় তাঁরা ব্যর্থ। তাঁরা লাগাতার জবাব, প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন।
এটা সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে সরকার, শাসন চালানোর যাবতীয় রীতিনীতিকে ঝেড়ে ফেলারই সমান। লাগাতার তথ্য চেয়েও মেলেনি জবাব, তাঁকে রাজ্যের কোনও বিষয়ে অবহিত করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ধনখড় ৷
অন্যদিকে রাজ্যপালের এই ট্যুইটের সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তাঁর দাবি, রাজ্যপালের এই কাজ সংবিধান বিরুদ্ধ ৷ রাজ্যপাল প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে পারেন,কথা বলতে পারেন৷ রাজ্য প্রশাসনের ও পুলিশের কোনও আধিকারিককে এভাবে নির্দেশ দিতে পারেন না তিনি ৷ সংবিধানের ১৬৭ ধারাতেই তার উল্লেখ আছে । এর আগেও পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল ৷
Be the first to comment