বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে লাগাতার আক্রমণ করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস৷ দেশের রাজধানীতে গিয়ে এই ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বললেন, দেশের কোনও নাগরিক বহিরাগত নয়৷
সবাইকে অবাক করে দিয়ে শুক্রবার দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ধনকড়ের বৈঠক রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে অমিত শাহের সঙ্গে বৈঠকের আগেই আরও বড় চমক দেন রাজ্যপাল। বিজেপির সর্বাভারতীয় সাধারণ সভাপতি বি এল সন্তোষের সঙ্গে এদিন হঠাৎই বৈঠক করেন রাজ্যপাল ধনকড়। সন্তোষের বাড়িতে পৌঁছে যান তবে এভাবে প্রটোকলের বাইরে গিয়ে সন্তোষের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের কোনও কারণ এখনও জানা যায়নি।
এদিন সাংবাদিক বৈঠকে ধনকড় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সব সরকারি কর্মচারীদের নিরাপত্তা দিতে হবে৷ রাজ্যের ভাবমূর্তি উজ্বল করতে হবে৷
Be the first to comment