‘বহিরাগত’ ইস্যুতে রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে রাজ্য সরকারকে বিঁধলেন জগদীপ ধনখড়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল মনে করালেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ সবাই মা ভারতীর সুপুত্র।
রাজ্যপাল বলেন,’বাংলায় প্রতিদিন আমি সমৃদ্ধ হই। দেশের সাংস্কৃতিক কেন্দ্র বাংলা। সেখানে মা ভারতীর সন্তানদের বহিরাগত বলা হচ্ছে। রক্তাক্ত হচ্ছে আমার হৃদয়। পশ্চিমবঙ্গের বাসিন্দা না হওয়ায় মা ভারতীর সন্তানকে বহিরাগত বলা হচ্ছে।’ বাংলার একাত্মীকরণের ঐতিহ্য বোঝাতে রবীন্দ্রনাথের প্রসঙ্গও টেনে এনেছেন ধনখড়। তাঁর কথায়,’জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর হাজার কিলোমিটার দূরে থেকে নাইটহুড উপাধি ছেড়েছিলেন রবীন্দ্রনাথ। কারণ আমরা মা ভারতীর পুত্র। কেউ বহিরাগত নই। অনুরোধ করছি, বিভেদ ছড়াবেন না। ভারতীয় সংবিধানের আত্মাই হল ঐক্য।’
Be the first to comment