ভয়কে জয় করার মন্ত্র শিখিয়েছিলেন চাণক্যঃ জগদীপ ধনখড়

Spread the love

কয়েকদিন চুপচাপই ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার আবার রাজ্য সরকারের বিরুদ্ধে নামলেন টুইট যুদ্ধে। আর তাতে আবার রাজভবন–নবান্ন সংঘাতের আবহ তৈরি হল বলে মনে করা হচ্ছে। টুইটে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশকে তোপ দেগেছেন রাজ্যপাল। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সরব জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের পাঠ দিতে এবার চাণক্য থেকে রবীন্দ্রনাথের কথা উল্লেখ করলেন তিনি টুইটে। জগদীপ ধনখড় টুইটে লেখেন, ‘‌রাজ্যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে মদত রয়েছে রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা এবং কোনও ব্যবস্থা না নেওয়া ও পুলিশের ভূমিকাই তার প্রমাণ।

শুক্রবার টুইট করে রাজ্যপাল লিখেছিলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। ভোট পরবর্তী হিংসায় মদত রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী এবং পুলিশের ভূমিকা তারই প্রমাণ।’ শনিবার সকালে চাণক্য–রবীন্দ্রনাথকে স্মরণ করে রাজ্যপাল লেখেন, ‘‌ভয়কে জয় করার মন্ত্র শিখিয়েছিলেন চাণক্য।’‌ কবিগুরু শিখিয়েছেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’। ভয়ের আবহে গণতন্ত্র কখনওই টিকে থাকতে পারে না। আসলে এই মন্তব্য বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যপাল এভাবে ভোকাল টনিক লোকাল কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

https://twitter.com/jdhankhar1/status/1403523607309942787

যদিও জগদীপ ধনখড়ের এই টুইটকে আমল দিতেনারাজ তৃণমূল কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, রাজ্যপালকে টুইট করার জন্যই বিজেপি এই রাজ্যে রেখে দিয়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‌সাংবিধানিক পদের মর্যাদা লঙ্ঘণ করছেন রাজ্যপাল। নির্বাচনে বিজেপির পতনে রাজ্যপাল হতাশায় ভুগছেন। তাই তাঁর এরকম বক্তব্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*