জিটিএর দুর্নীতি খোলসা করতে সিএজিকে দিয়ে অডিট করানোর কথা রাজ্যপালের

Spread the love

গোর্খার আঞ্চলিক প্রশাসন বা জিটিএর বিরুদ্ধে উঠছে আর্থিক দুর্নীতির অভিযোগ ৷ তাই কাজে স্বচ্ছতা আনতে এবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজিকে দিয়ে জিটিএর অডিট করানোর কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

সাত দিনের পাহাড় সফর শেষ করে সোমবার দার্জিলিংয়ের রাজভবন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। সেখানেই বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল সাংবাদিকদের বলেন, “সাত দিনের পাহাড় সফর খুব লাভদায়ক হয়েছে। এই কয়দিন জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমার আলোচনা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকেই একই অভিযোগ করেছে যে, জিটিএ ঠিক মতো কাজ করছে না। হাজার হাজার কোটি টাকা আসার পরেও বাস্তবে কোনও উন্নয়ন চোখে পড়েনি। ২০১৭ সাল থেকে জিটিএ নির্বাচন না হওয়া খুবই চিন্তার বিষয়। আয়-ব্যায়ের কোনও হিসেব নেই । স্থানীয় বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে, যা আমি সমাধানের চেষ্টা করব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*