ফের পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আগামী সোমবার সকাল ১১টায় তাঁদের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
গত ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাই যাওয়ার পথে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ৷ শুভেন্দু এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেছিলেন ৷ তাই এই বিষয়ে বিস্তারিত জানতে চান রাজ্যপাল ৷ সেই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তিনি ডেকে পাঠিয়েছেন ৷
শনিবার এই নিয়ে টুইট করেন রাজ্যপাল ধনকড় ৷ সেখানেই বিষয়টি উল্লেখ করেন ৷ সেখানে রাজ্যপাল অভিযোগ করেছেন মুখ্যসচিব ও ডিজি গোটা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ৷
প্রসঙ্গত, এই ইস্যুতে একাধিকবার মুখ্যসচিব ও ডিজিকে ডেকেছেন রাজ্যপাল ৷ তাঁরা একবারও সেই তলবে সাড়া দেননি ৷ প্রথমে করোনা পরিস্থিতি ও গঙ্গাসাগর মেলার নিরাপত্তার বিষয় উল্লেখ করে বৈঠকে অনুপস্থিত ছিলেন তাঁরা ৷
এদিন টুইটের সঙ্গে দেওয়া একটি লিখিত বক্তব্যেও রাজ্যপাল সেই বিষয়টি উল্লেখ করেছেন ৷ রাজ্যপালের দাবি, গত ১০ জানুয়ারি ওই বৈঠক ছিল ৷ কিন্তু সেই বৈঠকে অনুপস্থিতি নিয়ে মুখ্যসচিব ও ডিজি একই বয়ানে দু’টি মেসেজ তাঁর কাছে পাঠান ৷ তাই রাজ্যপাল জানতে চান যে, কার নির্দেশে ওই মেসেজ পাঠানো হয়েছিল ৷ এখন দেখার নির্ধারিত দিনে মুখ্যসচিব ও ডিজি রাজভবনে উপস্থিত হবেন, নাকি এবারও রাজ্যপালের ডাকা এই বৈঠক ভেস্তে যাবে!
Be the first to comment