শুক্রবার ইকো পার্কে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানেই একদিকে যখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তখন রাজভবনে, রাজভবন দুর্গোৎসব কমিটির পরিচালনায় টলিউডের কিছু অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ তবে রাজ্যের সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রীর বিপরীত পথেই বারবার কেন হাঁটতে চাইছেন রাজ্যপাল সেই নিয়েই উঠেছে ঘোর জল্পনা। কারো কারো মতে সব বিষয়কেই রাজনৈতিক রঙ দিতে চাইছেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সবাইকে নিয়ে একদিকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে ব্যস্ত ইকো পার্কে সেখানে কেবলমাত্র রাজ্যপালই কিছু টলিউডের কলাকুশলীকে নিয়ে রাজভবনে অন্য একটি বিজয়া সম্মেলনী কেন করলেন এ নিয়ে উঠেছে বহু প্রশ্ন।
এ বিষয়ে রাজ্যপাল জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করছেন এটাতো খুব ভালো কথা, তবে আমি কোনো আমন্ত্রণ পাইনি। এই সম্মেলনীর মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট যথাযথ কাজ করেছেন বলেও স্বীকার করেন রাজ্যপাল।
দেখুন ভিডিও!
Be the first to comment