বঙ্গবাসীকে বাংলা নববর্ষ ১৪২৯-এর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেই সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নাম না করে রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল ৷ কবিগুরুর লেখা ‘‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’’ পংক্তিটি তুলে ধরেন তিনি ৷ তাঁর কথায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির’ এর যে স্বপ্ন দেখেছিলেন, সেই চিন্তাধারা যেন পশ্চিমবঙ্গের সর্বত্র স্থাপিত হয় ৷
এ দিন রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি লেখেন, ‘সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই ৷ শুভ নববর্ষ আপনার এবং আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক ! ভয়শূন্য চিত্ত এবং উচ্চ শিরের যে ভূমি স্বপ্ন কবিগুরু দেখেছিলেন, তা পশ্চিমবঙ্গের সর্বত্র ফলপ্রসূ হোক ৷
রাজ্যপালের নববর্ষের এই শুভেচ্ছা বার্তার শেষের অংশটি রাজ্যের বর্তমান পরিস্থিতিকে নিয়ে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একের পর এক হিংসা, ধর্ষণের মতো অপরাধ ৷ যেখানে শাসকদলের নেতা-কর্মীদের নাম বারবার উঠে আসছে ৷ যা নিয়ে রাজ্যপাল স্বয়ং ক্ষুব্ধ ৷ তাই নববর্ষের শুভ সূচনায় মানুষ যাতে সত্যের পথ অবলম্বন করে এবং ভয় না পেয়ে, মাথা উঁচু করে সত্যের পক্ষ নেয় ৷ সেই বার্তাই দিতে চেয়েছেন রাজ্যপাল ৷
Be the first to comment