রাজ্যের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুললেন রাজ্যপাল

Spread the love

মাসদুয়েক পর নীরবতা ভাঙলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের একবার আক্রমণ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রবিবার ফের একবার রাজ্য-রাজ্যপালের সংঘাতের ইঙ্গিত পাওয়া গেল। ফিনান্স কমিশনের সুপারিশ না পাঠানো নিয়ে রাজ্যের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। সংবিধানের ২৪৩আই এবং ২৪৩ওয়াই অনুযায়ী মুখ্যমন্ত্রীর ফিনান্স কমিশন কোনও সুপারিশ পাঠাচ্ছে বলে টুইটে দাবি করেছেন রাজ্যপাল। তাঁর দাবি, ২০১৪ সাল থেকে কোনও সুপারিশই নাকি পাঠানো হয়নি। যে ঘটনাকে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ার সঙ্গে তিনি তুলনা করেছেন।

https://twitter.com/jdhankhar1/status/1439479915707920385

রাজ্যপালের দাবি, সংবিধানের ওই ধারা অনুযায়ী রাজ্য় সরকার রাজ্যপালকে সুপারিশ পাঠাতে বাধ্য। এই সুপারিশগুলি পেশ করতে হয় বিধানসভায়। কিন্তু ২০১৪ সাল থেকেই কোনও সুপারিশ পাঠানো হয়নি। অর্থাৎ তাঁর পূর্বসূরি কেশরীনাথ ত্রিপাঠীর কাছেও কোনও সুপারিশ পৌঁছয়নি বলে দাবি করেছেন জগদীপ ধনখড়। এই অভিযোগ তুলেই তিনি তোপ দেগে বলেছেন, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1439480385163825154

এই নিয়ে গত ২ সপ্তাহে নতুন করে রাজ্যের বিরুদ্ধে বিরোধিতা দেখালেন রাজ্যপাল। যদিও এর আগে তিনি রাজ্যের বিজনেস সামিট নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাতে তেমন কোনও ঝাঁঝ ছিল না। এ বারের টুইটে ধনখড় যেন ফের আগের মেজাজেই ধরা দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*