রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। অভিযোগ, রাজ্যপাল জগদীপ ধনখড় সংবিধান বহির্ভূত কাজ করছেন। এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দিচ্ছেন তিনি। সে কারণেই ধনখড়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সোমবার মামলাকারী প্রশ্ন তোলেন, রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন। এক্তিয়ারের বাইরে গিয়ে কীভাবে তিনি সরকারি কাজে বাধা দান করেন? এই মর্মেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এই মামলায় রাজ্যপাল জগদীপ ধনখড় এবং দেশের রাষ্ট্রপতিকেও পক্ষ করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।
কখনও রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করছেন রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে। প্রশাসন থেকে নীতি-নিয়োগ সমস্ত বিষয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার কোনও সরকারি কর্মসূচিতে গিয়েও একইভাবে রাজ্যের সমালোচনা করছেন। মামলাকারীর বক্তব্য, এই ধরনের আচরণ একজন রাজ্যপালের কখনওই হওয়া কাম্য নয়। রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় যাঁর ভূমিকা নেওয়া উচিৎ, তিনি কেন প্রতি ক্ষেত্রে শুধুই সমালোচনা করতেই আগ্রহ দেখাচ্ছেন তা নিয়ে প্রশ্ন জেগেছে মামলাকারীর মনে।
মামলাকারীর মতে, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানীয় পদ রাজ্যপাল। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য এক কথায় যাকে বলা যায় ‘ডিগনিটি’, তা আলাদাই হওয়া উচিৎ। অথচ বর্তমান রাজ্যপাল প্রতি ক্ষেত্রে যেভাবে টুইট কিংবা সংবাদমাধ্যমে বলার সুযোগ পেলেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তা রাজ্যপাল পদের গৌরবকে কোথাও আঘাত করে বলেই মত মামলাকারীর। আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment