রাজ্যপালদের জন্য বার্ষিক সম্মেলন । দিল্লিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সেখানে অংশ নেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের টুইটার হ্যান্ডেল থেকে একেবারে সংক্ষিপ্তভাবে জানানো হয়েছে রাজ্যপালের এই কর্মসূচির কথা। টুইট করে লেখা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনখড় তিনদিনের দিল্লি সফরে যাবেন। তিনি রাজ্যপালদের বার্ষিক সম্মেলেন অংশ নেবেন। লেখা হয়েছে টুইটে।
তবে রাজ্যপালের বার্ষিক সম্মেলনের পাশাপাশি রাজ্যপালের আর কী কী কর্মসূচি রয়েছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে রাজ্যপাল দিল্লি সফরে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে পারেন। এদিকে পুরনির্বাচনও দরজায় কড়া নাড়ছে। সেক্ষেত্রে পুরনির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কোনও বক্তব্য তুলে ধরেন কি না তানিয়েও চর্চা চলছে।
এদিকে পুরনির্বাচন একই দিনে করার দাবিতে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব দাবি তুলতে শুরু করেছেন। এর সঙ্গেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসের প্রসঙ্গ তুলেও সরব হয়েছেন অনেকে। সেক্ষেত্রে রাজ্য়পালের এই দিল্লি সফরকে ঘিরে নজর রয়েছে বিভিন্ন মহলের। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কোনও রিপোর্ট পেশ করবেন কি না এনিয়েও চর্চা চলছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত এর আগেও রাজ্যপালের দিল্লি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের আলোচনা হয়েছিল। ফের পুরনির্বাচনের আগে রাজ্যপালের দিল্লি সফর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে।
Be the first to comment