উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। মনোনয়ন জমা দেওয়ার সময় এদিনও তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদে যেদিন দ্রৌপদী মুর্মু মনোনয়ন জমা দিয়েছিলেন, সেদিনও তাঁর পাশে ছিলেন মোদি। উপ রাষ্ট্রপতি পদে ধনকড়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন প্রবীণ কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। ৭১ বছর বয়সি ধনখড়ের সঙ্গে ৭৭-এর আলভার সঙ্গে জোরাল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে অনেকে মনে করেছেন। আগামী ৬ অগাস্ট বাদল অধিবেশনের মধ্যেই উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বর্তমান উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর কার্যকাল শেষ হবে আগামী ১০ অগাস্ট।
ধনখড়ের প্রার্থীপদ নিয়ে মোদি আগেই টুইটে তাঁকে কিসানপুত্র বলে সম্বোধিত করেছিলেন। এদিন ধনখড়ও নিজেকে কৃষকপুত্র বলেই গর্বিতবোধ করেন। তিনি বলেন, আমি কোনওদিন স্বপ্নেও ভাবিনি, আমার মতো একজন সাধারণ মানুষ এই পদমর্যাদা পেতে পারেন। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একবার ধন্যবাদ জানান।
Be the first to comment