তাঁর দিল্লি সফরকে ঘিরে সংঘাত চরমে। ইতিমধ্যেই রাজ্যের সংবিধানিক প্রধানকে সরাসরি বরখাস্ত করার দাবি জানিয়েছে তৃণমূল। আর তখনই রাজধানীতে আরও একদিন থেকে গেলেন রাজ্যপাল। আগামিকাল অর্থাত্ শনিবার কলকাতা ফিরতে পারেন জগদীপ ধনখড়।
প্রসঙ্গত, রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে সোমবার রাজ্যপালের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি অন্য বিধায়করাও। এরপর রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়ান জগদীপ ধনখড়। রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বিমানে দিল্লি উড়ে যান রাজ্যপাল। গতকাল অর্থাত্ বৃহস্পতিবার সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও।
পাশাপাশি বাদ যাননি লোকসভা স্পিকার ওম বিড়লা, সু্প্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ও কেন্দ্রীয় কয়লা ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও। তিনদিনের সফর সেরে এদিনই কলকাতা ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু ফিরলেন না তিনি।
Be the first to comment