ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনকে আক্রমণ শানিয়ে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। প্রধানমন্ত্রী কিষান যোজনা থেকে শুরু করে একাধিক ইশুতে রাজ্য সরকারকে বিঁধলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রধানমন্ত্রী কিষান যোজনার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য রাজ্যের ৭০ লাখ কৃষকের প্রত্যেকে ১৪ হাজার টাকা করে পাননি বলে টুইটারে লেখেন রাজ্যপাল। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি লেখেন, সব মিলিয়ে রাজ্যের কৃষকরা ১০ হাজার কোটি টাকার বঞ্চনার শিকার হচ্ছেন । না হচ্ছে ভালোভাবে রাজ্য পরিচালনা না মিলছে অর্থনৈতিক দূরদর্শিতা ।
পাশাপাশি রাজ্যপালের ভাষণ বাদ দিয়েই বিধানসভার অধিবেশন শুরু করে দেওয়া নিয়ে যে তিনি যথেষ্টই ক্ষুব্ধ, সেই কথাও প্রকাশ করতে ভোলেননি তিনি । সংবিধানের 176 নম্বর ধারা তুলে ধরে তিনি লেখেন, “প্রতি বছর প্রথম অধিবেশন শুরুর সময় রাজ্যপাল বিধানসভায় ভাষণ দেবেন ।” পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন তার অন্যথা হল সেই প্রশ্নও তোলেন তিনি ।
বৃহস্পতিবার নেতাজি ইনডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভিনরাজ্যের থেকে আসা পুলিশ ও প্রশাসনের আমলাদের নিয়ে তৈরি করা এক বৃহত্তর পরিবারের কথা তুলেছিলেন । সেই প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারের সমালোচনা করেন রাজ্যপাল । রাজ্যপাল টুইটারে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের একটি ভিডিয়ো তুলে ধরে ফের একবার পুলিশ ও প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন ।
Be the first to comment