প্রয়াত হলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ জাগেশ মুকাতি। বিগত কিছু দিন যাবৎ হাঁপানির সমস্যায় ভুগছিলেন তিনি। ‘তারক মেহতা কি উল্টা চশমা’, ‘অমিত কা অমিত’, ‘শ্রী গণেশ’ ইত্যাদি বহু নামজাদা মেগা সিরিয়ালে অভিনয় করেছেন জাগেশ মুকাতি। বেশ কিছু হিন্দি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। বুধবার মাত্র ৪৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাগেশ।
জাগেশ মুকাতির মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তাঁরই প্রিয় বন্ধু এবং গুজরাতের নাট্যাভিনেতা সঞ্জয় গোরাডিয়া। সঞ্জয় জানিয়েছেন যে, বুধবার দুপুর ৩টে নাগাদ মৃত্যু হয় প্রিয় অভিনেতার।
জানা গিয়েছে, গত সপ্তাহে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল জাগেশকে। কিন্তু এই সময়ে কাউকে খবরটা জানতে দিচ্ছিল না জাগেশ। কারণ COVID-19 সংক্রমণ কালে মানুষের মধ্যে এখন মহামারীর প্রচণ্ড ভয়। বিগত কিছু দিন ধরেই হাঁপানি এবং স্থূলতার নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল জাগেশের শরীরে। বেশ ভালো ভাবেই ব্যায়ম এবং ডায়েট করা শুরুও করেছিল সে। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়াা কারণে তা আর বেশি দিন চালিয়ে যেতে পারেনি জাগেশ। তাই কিছু দিন ধরেই হাঁপানির সমস্যা আরও বেড়ে গিয়েছিল প্রিয় অভিনেতার।
গত সপ্তাহেই একদিন নিঃশ্বাস-প্রশ্বাসের খুব সমস্যা দেখা দেয় তাঁর। মুম্বইতে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শরীরে অক্সিজেন লেভেল খুবই কম হয়ে গিয়েছিল। নিয়ম অনুয়ারে ওঁর COVID-19 টেস্টও করা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।
বুধবার জাগেশের হাঁপানির সমস্যা ভয়ানক ভাবে বেড়ে যায়। আর তারপরই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। দুপুর ৩টে নাগাদ ওঁর মৃত্যু হয়। বুধবার সন্ধের দিকেই শেষকৃত্য সম্পন্ন হয় জাগেশের।
Be the first to comment