পুলিশ হেপাজতে রাঘিব, শর্তসাপেক্ষে জামিন আরসালানের

Spread the love

গাড়ি চালাচ্ছিল তার দাদা। অথচ গ্রেফতারের পরও পুলিশকে সে কথা জানায়নি ৷ সেজন্য আরসালান পারভেজের বিরুদ্ধে তথ্য গোপনের ধারা যোগ হল ৷ তবে, শর্তসাপেক্ষে জামিন পেয়েছে আরসালান ও তার মামা মহম্মদ হামজা ৷ রাঘিব পারভেজকে ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট ৷

গত শনিবার রাতে লাউডন স্ট্রিটে একটি বেপরোয়া জাগুয়ার প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ গাড়িকে । তারপর ধাক্কা মারে ৩ পথচারীকে । মৃত্যু হয় দু’জনের । গ্রেফতার করা হয় আরসালান রেস্তরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজকে।

বুধবারই সেই তদন্ত নয়া মোড় নেয় ৷ প্রাথমিকভাবে জানা গেছিল, গাড়িটি চালাচ্ছিল আরসালান ৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গাড়ি চালাচ্ছিল আরসালানের দাদা রাঘিব ৷ দুর্ঘটনার পরই দুবাইতে পালিয়েছিল সে ৷ পরে দেশে ফিরলে রাঘিবকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ৷ রাঘিবকে পালাতে সাহায্য করেছিল হামজা ৷ তাই তাকেও গ্রেফতার করা হয় ৷

এরপর বৃহস্পতিবার ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলে পুলিশ ৷ সরকারি আইনজীবীর তরফে আরসালানের উপর ২০১ ধারা চাপানোর দাবি করা হয় ৷ সে গাড়ি চালাচ্ছিল না। চালাচ্ছিল দাদা রাঘিব। তা সত্ত্বেও পুলিশকে কেন সেই তথ্য জানায়নি সে? আরসালান তথ্য গোপন করতে চেয়েছিল । এদিকে, রাঘিবকে পালাতে সাহায্য করার পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছিল হামজা ৷ সেজন্য তার বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির ২১২ ধারা যোগ করার আবেদন করেন ৷ সেই আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ তবে, ৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে আরসালান ও হামজাকে জামিনকে ছাড়া হয় ৷ তাদের পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*