কলকাতার ফুলবাগান এলাকা থেকে নাবালিকাকে অপহরণ করে শিলিগুড়িতে নিয়ে গিয়েছিল যুবক। একাধিক বার কিশোরীকে ধর্ষণ করার অভিযোগও রয়েছে।ঘটনাটা গত বছরের। ধর্ষণ মামলার রায় বেরিয়েছে দিন কয়েক আগে। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০,০০০ টাকা জরিমানা করেছে আদালত।
কলকাতা পুলিশ সূত্রে খবর, গত বছর ১৮ মে ফুলবাগান থানায় নিজের ১৩ বছরের মেয়ের অপহরণের অভিযোগ জমা করেন তার বাবা প্রভাত লেনকা। ঘোড়ে বিবি লেনের বাসিন্দা প্রভাত বাবু জানান, স্কুলের সামনে থেকে তার মেয়েকে অপহরণ করেছে এক ব্যক্তি। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, শিলিগুড়ির প্রধাননগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টিম। উদ্ধার করা হয় নাবালিকাকেও। ধৃতের নাম নূর আলম। উত্তর দিনাজপুরের বিসাহার গ্রামের বাসিন্দা নূর ওই কিশোরীকে অপহরণ করে প্রধাননগর এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল। পুলিশ জানিয়েছে, নাবালিকার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। দন্তকারী অফিসার সাব-ইনস্পেক্টর অরুণাভ কুণ্ডুর নেতৃত্বে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ এবং চার্জশিট আদালতে পেশ করা হয় গত বছর ২৪ আগস্ট।
সেই মামলার রায়ে নূরকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরো ৩ মাস। তা ছাড়া, পকসো আইনে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে রিমানা অনাদায়ে শাস্তির মেয়াদ বাড়বে অতিরিক্ত ৬ মাস।
Be the first to comment