যখন তখন হেনস্থা করেন জেল সুপারিনটেনডেন্ট, নিখোঁজ জেলের ওয়ার্ডেন

Spread the love
যখন তখন হেনস্থা করেন জেল সুপারিনটেনডেন্ট। মিথ্যা অভিযোগও আনেন ভুরি ভুরি। সুইসাইড নোট এবং সেলফি ভিডিওতে এমনই অভিযোগ জানিয়ে নিখোঁজ হলেন জেলের ওয়ার্ডেন। রবিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের চেরলাপল্লি জেলে। গতকাল রাত থেকে এখনও অবধি কোনও সন্ধান মেলেনি ওয়ার্ডেনের।
চেরলাপল্লি জেলের কর্তারা জানিয়েছেন নিখোঁজ ওয়ার্ডেনের নাম কে শ্রীনিবাস। এর আগেও বহুবার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। সুইসাইড নোটে শ্রীনিবাস লিখেছেন,  কর্মক্ষেত্রে বার বার হেনস্থার শিকার হয়েছেন তিনি। সুপারিনটেনডেন্ট তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন, জেলের অন্যান্য আধিকারিকদের সামনে তাঁকে হেনস্থাও করেছেন।  সেলফি ভিডিওতেও এমনটাই বলেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, ওই নোট এবং ভিডিও ছাড়ার পর থেকেই শ্রীনিবাসের কোনও খোঁজ মিলছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের পরিবারকে দেখার আর্জিও জানিয়েছেন তিনি। পরিবারে শ্রীনিবাসই একমাত্র রোজগেরে। তাঁর মৃত্যু হলে বিপদে পড়তে পারে তাঁর স্ত্রী ও সন্তান। তাই শ্রীনিবাসকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্বামী যে আত্মঘাতী হতে পারেন সেই বিষয়ে জানতেন তাঁর স্ত্রী। তিনি বলেছেন, শ্রীনিবাসকে ফেরানোর অনেক চেষ্টা করেন। কিন্তু, কোনও লাভ হয়নি।  ওয়ার্ডেনের নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ তাঁর সহকর্মীরাও।  গোটা ঘটনারই নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*