রাজ্যের মরণোত্তর অঙ্গদানের তালিকায় এবার জুড়ে গেল হাওড়ার জৈন হাসপাতালের নামও। শুক্রবার সন্ধেয় হাওড়া ময়দানের বাসিন্দা ৪৮ বছরের অজয় কান্তিলাল দেশাইয়ের ব্রেন ডেথ ঘোষণা করেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। অজয়ের পরিবার তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিলে, তাঁর দু’টি কিডনি প্রতিস্তাপিত হয় কিডনি বিকল হয়ে যাওয়া দুই রোগীর দেহে। তবে গ্রহীতার অভাবে অজয়ের হৃদযন্ত্র এবং লিভার সংগ্রহ করা যায়নি।
অজয়ের পরিবার সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুরে আচমকাই অচেতন হয়ে পড়ে যান অজয়। তাঁকে জৈন হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ হয়েছে পেশায় ব্যবসায়ী অজয়ের। ৭২ ঘণ্টা কেটে গেলেও শারীরিক অবস্থার উন্নতির বদলে রোগী ধীরে ধীরে ব্রেন ডেথের দিকে এগোন। অবশেষে শুক্রবার সন্ধেয় পরিবারের লোকজনকে ডেকে রোগীর ব্রেন ডেথ হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসকরা।
অজয় যে আর ফিরবেন না, এ কথা জেনে পরিবারের সদস্যেরা প্রাথমিক ভাবে ভেঙে পড়লেও দ্রুত অজয়ের অঙ্গ দানের সিদ্ধান্ত নেন তাঁরা। অজয়ের স্ত্রী অমিতা ও মা ভদ্রাই সবার আগে এগিয়ে আসে। অজয়ের ভাইপো জয় দেশাই বলেন, “কাকা যে আর ফিরবেন না, সে কথা আমরা বুঝে যাই চিকিৎসকদের কথায়। এত শোকের মধ্যেও কাকিমা ও ঠাকুমা শক্ত থেকে ওই সিদ্ধান্ত নেন। সে কথা আমরা চিকিৎসকদের জানিয়েও দিই তখনই।”
এর পরেই তৎপর হয় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের চিকিৎসক দল অজয়কে চূড়ান্ত পরীক্ষা করেন। এসএসকেএম হাসপাতালের ২৩ বছরের এক যুবককে এবং উত্তর কলকাতার আইএলএস হাসপাতালের ৪৯ বছরের এক মহিলাকে কিডনি গ্রহীতা হিসেবে ঠিক করা হয়। সংগৃহীত হয় অজয়ের কর্নিয়াও। কিন্তু বহু খোঁজাখুঁজি করেও অজয়ের হৃদযন্ত্র এবং লিভারের কোনও গ্রহীতা পাওয়া যায়নি।
শনিবার বিকেলে অঙ্গ সংগ্রহের কাজ শুরু হয়। সন্ধে সাতটা নাগাদ গ্রিন করিডরের মাধ্যমে শহরের দুই প্রান্তের দুই হাসপাতালে নিয়ে আসা হয় জৈন হাসপাতাল থেকে সংগৃহীত অঙ্গ। গভীর রাত পর্যন্ত চলে প্রতিস্থাপনের কাজ। রবিবার দুই গ্রহীতাই আপাতত সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে নির্দিষ্ট সময় না পেরোনো পর্যন্ত প্রতিস্থাপন সফল বলে ঘোষণা করতে রাজি নন তাঁরা।
রিজিওনাল অরগ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অরগানাইজেশনের (রোটো) কর্তারা বলছেন, শেষ কয়েক মাসে পরপর বেশ কয়েকটি ঘটনায় মনে হচ্ছে, অঙ্গদান নিয়ে অেক সচেতন হয়েছে মানুষ। প্রায়ই ব্রেন ডেথ হওয়া রোগীর অঙ্গ অন্যের জন্য দান করতে রাজি হচ্ছে তাঁদের পরিবার। এটা খুবই ভাল বিষয়।
Be the first to comment