শুক্রবার রাতে জয়পুরে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন ভারত ভূষণ মিনা। তাঁর বাবা বদ্রি নারায়ণ মিনা রাজস্থানে বিজেপির বড় নেতা। গাড়ি আচমকা উঠে গেল ফুটপাথে। যাঁরা ফুটপাথে শুয়েছিলেন, তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত হলেন। দুজন পরে হাসপাতালে মারা গিয়েছেন। পথচলতি লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে ।
স্থানীয় থানার পুলিশ অফিসার নরেন্দ্র জানিয়েছেন, ভারত ভূষণ মিনার রক্তপরীক্ষা করে অ্যালকোহল পাওয়া গিয়েছে। গাড়িতে তাঁর কয়েকজন বন্ধু ছিলেন। তাঁরাও মদ্যপান করেছিলেন। ভারত ভূষণ গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে তুলে দেন। পুলিশ সেই এসইউভি গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ৩৫ বছর বয়স্ক ভারত ভূষণের বিরুদ্ধে মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গাড়িটি ভারত ভূষণের বাবা বদ্রীনাথের নামে রেজিস্ট্রি করা হয়েছিল। তার পিছনে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের গৌরব যাত্রার পোস্টারও লাগানো আছে।
Be the first to comment