বায়ুসেনার এয়ারবেসে আত্মঘাতী হামলার ছক জইশ-ই-মহম্মদের

Spread the love

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এয়ারবেসে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। শ্রীনগর, অবন্তিপুরা, জম্মু, পাঠানকোট, হিন্দোনের এয়ারবেসে জারি হয়েছে হাই অ্যালার্ট (অরেঞ্জ লেভেল)। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কিছুদিনের মধ্যে ৮ থেকে ১০ জন জইশ জঙ্গি ভারতীয় বায়ুসেনার এয়ারবেসগুলিতে আত্মঘাতী হামলা চালাতে পারে। তারা ভারতে প্রবেশের চেষ্টাও করছে। রিপোর্ট পেয়েই সতর্ক হয়েছে IAF। নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে এরকমই এক হামলা হয়েছিল পাঠানকোট এয়ারবেসে। প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান। পাল্টা পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত। খতম হয় ৫০-এরও বেশি জঙ্গি। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর চলতি বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গি। শহিদ হন ৪০ জন জওয়ান। ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*