অরুণ জেটলির অবস্থা স্থিতিশীল

Spread the love

প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর অফিস থেকে একথা জানানো হয়েছে। আজ সকালে উপরাষ্ট্রপতি অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান । এরপর তাঁর অফিস থেকে জানানো হয়, চিকিৎসকরা উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন জেটলি । তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

প্রসঙ্গত, শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অরুণ জেটলিকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির AIIMS-এ ভরতি হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*