আজ দুপুরে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির

Spread the love

মাসানুর রহমান,

রবিবার দুপুরে নিগমবোধ ঘাটে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফ থেকে। গতকাল অর্থাৎ শনিবার বেলা ১২টা ৭ মিনিট নাগাদ এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে জেটলির বাসভবন কৈলাস কলোনিতে। তার পরে বিজেপি সদর দফতরে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন সকলে। জানা গেছে বিজেপি কার্যালয় থেকে দুপুর আড়াইটে নাগাদ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।

তাঁর প্রয়াণে সৌজন্য ও সহমর্মিতায় উজ্জ্বল হয়ে উঠল দেশের রাজনীতির অঙ্গন। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর শোকপ্রকাশের পরে এমনটাই বলছেন অনেকে। জেটলি-পত্নী সঙ্গীতাকে চিঠি লিখে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জানান, “আপনার স্বামীর মৃত্যুতে আমি আন্তরিক ভাবে দুঃখিত। কঠিন লড়াইয়ের পরেও বড় তাড়াতাড়ি চলে গেলেন উনি। ওঁর ক্ষুরধার বুদ্ধি এবং জনসংযোগ ক্ষমতা শেখার মতো ছিল। রাজ্যসভার বিরোধী সদস্য হিসেবে হোন বা সুপ্রিম কোর্টের দুঁদে আইনজীবী– সব জায়গাতেই অরুণ জেটলির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।” সমবেদনা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শোকে জর্জরিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*