বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নীচ’ অর্থাৎ খারাপ লোক বলে আক্রমণ করায় দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারকে। মোদীর কোনও সভ্যতা, শিষ্টাচারবোধ নেই বলেও কটাক্ষ করেন আয়ার। যদিও আয়ারের এই মন্তব্যের সমর্থন করেননি কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তাই তাঁকে প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করে দল। তবে কংগ্রেসের এই পদক্ষেপকে ভালো ভাবে নেয়নি বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, এটা পুরোপুরি কংগ্রেসের চাল। ঘটনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ট্যুইট করে বলেন জাত তুলে অত্যন্ত কড়া ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে আয়ার আসলে দেশের দুর্বল এবং দলিত সম্প্রদায়ের উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
পাশাপাশি আয়ারের প্রতি আক্রমণ শানিয়ে জেটলির মন্তব্য, এই ধরনের মন্তব্য থেকেই বোঝা যায় কংগ্রেসের মানসিকতা কেমন। এই দলটি মনে করে, দেশকে একমাত্র একটি পরিবারই শাসন করতে পারে। ভারতের গণতন্ত্রের আসল শক্তি তখন সবাই বুঝতে পারবে, যখন পরিবারতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে কোনও সাধারণ পরিবারের সদস্য ক্ষমতার শীর্ষে বসবে। অন্যদিকে, শুক্রবার আয়ার জানান, তাঁর প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্য গুজরাটের বিধানসভা ভোটে কংগ্রেসের ক্ষতি হলে সেজন্য দল তাঁকে যে সাজাই দেবে, তিনি তা মাথা পেতে নিতে প্রস্তুত। পাশাপাশি মনিশঙ্কর আরও বলেন, কংগ্রেস আমায় অনেক দিয়েছে। কংগ্রেস না থাকলে ভারতের কোনও ভবিষ্যত নেই।
Be the first to comment