অরুণ জেটলিকে শ্রদ্ধাজ্ঞাপন, মোদীর ঢালাও প্রশংসা করলেন নির্মলা

Spread the love

দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করতে গিয়ে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতি শুরুতেই শ্রদ্ধাজ্ঞাপন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। বাজেট পেশ করতে গিয়ে কাশ্মীরি একটি পদ্যও পড়ে শোনালেন নির্মলা।

শনিবার সকাল ১১টা থেকে সংসদে বাজেট পেশ শুরু নির্মলা সীতারমনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সাফল্যের সঙ্গে কেন্দ্রীয় সরকার এগিয়ে চলছে বলে এদিন বাজেট পেশের শুরুতেই সওয়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। জিএসটি নিয়ে বলতে গিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলিকে কৃতজ্ঞতা জানালেন নির্মলা। ‘অরুণ জেটলির সূদূরপ্রসারী চিন্তার ফসল হল জিএসটি’, বাজেট পেশের শুরুতে বলেন নির্মলা সীতারমন।

এদিন বাজেট পেশের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন নির্মলা সীতারমন। এই প্রসঙ্গি তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেই বহির্বিশ্ব ভারতকে অন্যভাবে চিনতে শুরু করেছে। শুধু তাই নয়, দেশের আর্থিক নীতির উপর ভরসা ফিরেছে দেশবাসীর।’ শিল্পক্ষেত্রে দেশকে আরও এগিয়ে যেতে হবে বলে সওয়াল করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর এই বাজেট সংখ্যালঘু থেকে শুরু করে মহিলা, এসসি-এসটি-সহ প্রত্যেকেরই আশা পূরণে সক্ষম হবে বলে দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেট পেশের সময়ই এদিন ফের জিএসটি-র কার্যকারিতা নিয়েও সওয়াল করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরিবহণ ও লজিস্টিক ক্ষেত্রে জিএসটির জেরে লাভ হচ্ছে বলে দাবি নির্মলা সীতারমনের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘জিএসটির জেরে এখন উধাও ইন্সপেক্টর-রাজ। পরিবহণ ক্ষেত্র ও লজিস্টিক সেক্টর লাভের মুখ দেখছে। সুবিধা পাচ্ছে দেশের একাধিক ক্ষুদ্রশিল্পও।’ জিএসটি কার্যকর হওয়ায় জন্য উপভোক্তারাও লাভবান হচ্ছেন বলে দাবি করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘জিএসটির জেরে উপভোক্তারা একটি আর্থিক বছরে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত লাভের সুবিধা পাচ্ছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*