কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আবারও আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার, ট্যুইট করে রাফালে যুদ্ধবিমানের চুক্তি প্রসঙ্গে অরুণ জেটলিকে আক্রমণ করেন রাহুল। এদিন ট্যুইটারে রাহুল লেখেন, ‘শ্রী জেটলাই, আপনি বলেছিলেন, ইউপিএ সরকার প্রতিরক্ষা বিষয়ক ক্রয়ের হিসেব দেয়নি। আপনার সেই মিথ্যা ভুল প্রমাণ করার জন্য ইউপিএ আমলে সংসদে যে তিনটি জবাব দেওয়া হয়েছিল, সেটা প্রকাশ করলাম। এবার প্রতিটি রাফালের দাম জানাতে বলুন প্রতিরক্ষামন্ত্রীকে।
শুক্রবার, রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকরা যখন রাহুলকে ট্যুইটের বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি মজার ছলে বলেন, আমাকে বানান দেখতে হবে। বৃহস্পতিবার সংসদে অরুণ জেটলি বলেছিলেন, আমরা প্রতিরক্ষা চুক্তির দাম প্রকাশ করিনি। আমরা দেখিয়ে দিলাম, সেটা করেছি। তাই তাঁকে আর অন্য কী বলব? তিনি সত্যি কথা বলছেন না।
Be the first to comment