গুজব রুখতে আরও সতর্ক দিল্লি পুলিশ ৷ নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে উত্তপ্ত রাজধানী ৷ এই পরিস্থিতিতে কোনওরকম গুজব যাতে না ছড়াতে পারে তার জন্য সোশাল মিডিয়ায় নজর রাখা হয়েছে ৷ যে কোন রকম পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত দিল্লি পুলিশ ৷ সাবধানতা অবলম্বন করতে বেশ কিছু এলাকায় বাহিনী নামানো হয়েছে ৷ জানালেন দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক MS রানধাওয়া ৷ জামা মসজিদের সামনে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ৷ উত্তরপ্রদেশের কিছু জেলায় নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। পরিস্থিতির মোকাবিলা করতে নামানো হয়েছে আধাসামরিক বাহিনীও ।
দিল্লির DCP উত্তর-পূর্ব প্রকাশ সুরিয়া আজ বলেন, শুক্রবারের নমাজের কথা ভেবেই ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী নামানো হয়েছে ৷ সেই সঙ্গে সালামপুর, জ়াফরাবাদ, মুস্তাফাবাদ এলাকায় আমরা রুট-মার্চ করছি ৷ পাশাপাশি সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদনও করছি আমরা ৷
নাগরিকত্ব (সংশোধনী) আইন,২০১৯ নিয়ে বিক্ষোভ চলছে রাজধানীজুড়ে ৷ দরিয়াগঞ্জে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে মিছিল করায় আটক করা হয়েছিল ৪০ জনকে। তাঁদের মুক্তির দাবিতে ২০ ডিসেম্বর (শুক্রবার) রাতে পুলিশের সদর দপ্তরের সামনে প্রতিবাদ শুরু করে বিক্ষোভকারীরা ৷ প্রথমে ১০ জন ও পরে আরও ৫ জন বিক্ষোভকারীকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃতদের ২৪ তারিখ দিল্লির তিস হাজারি আদালতে তোলা হয় ৷ পাশাপাশি সেই দিনই দিল্লির মান্ডি হাউজ এলাকায় জারি হয় ১৪৪ ধারা।
Be the first to comment